মুকুল রায় এর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন বর্ধমানের বাম যুব সংগঠনের নেতা

30th December 2020 4:02 pm কলকাতা
মুকুল রায় এর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন বর্ধমানের বাম যুব সংগঠনের নেতা


নিজস্ব সংবাদদাতা ( বর্ধমান ) : অনেকদিন ধরেই জল্পনা চলছিল । অবশেষে বছরের শেষ প্রান্তে এসে বাম শিবির ছেড়ে রাম শিবিরে যোগ দিলেন অবিভক্ত বর্ধমানের বাম ছাত্র সংগঠন এস এফ আই এর জেলার প্রাক্তন সহ সম্পাদক তথা বর্তমানে যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির আঞ্চলিক কমিটির সদস‍্য সৌমেন কার্ফা । হেস্টিংস এ বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপি শিবিরে যোগ দিলেন ভাতার ব্লকের বাম সংগঠনের অতি পরিচিত মুখ । এদিন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায় , স্বপন দাশগুপ্ত এর হাত থেকে লাল পতাকা ছেড়ে গেরুয়া পতাকা নিলেন সৌমেন কার্ফা । যোগদানের পূর্বে সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত মল্লিককে পদত‍্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি । সৌমেন কার্ফার অভিযোগ  ২০১৭ সাল এর নভেম্বর থেকে সিপিআইএম পার্টি নেতৃত্ব আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে যেভাবে অপমান করেছে তারপরেও চার বছর ধৈর্য ধরে অপেক্ষা করলেও মনোভাবের কোনো পরিবর্তন হয় নি । চার দশকের ও বেশী সময় ধরে থাকা সিপিএম এর সাথে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করলাম বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন বাম যুব সংগঠনের নেতা । এলাকায় এবার বিজেপির হয়ে কাজ করবেন । দল যা নির্দেশ দেবে সেই মত ই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন যুব নেতা সৌমেন  কার্ফা । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।